ঝুলিতে ১৫ টি অ্যাওয়ার্ড, জেঠালাল চরিত্রের প্রস্তাব ফিরিয়েছিলেন দিলীপ যোশী
Dilip Joshi Birthday: এই মুহূর্তে চর্চার আলোয় রয়েছে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় কমেডি ধারাবাহিক তারক মেহতা কা উলটা চশমা (Taarak Mehta Ka Ooltah Chashmah)। এই ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় চরিত্র দয়া বেহনের কামব্যাকের খবরে সম্প্রতি শুলমোহর দিয়েছেন এই ধারাবাহিকের প্রযোজক। তবে এই চরিত্রে অভিনেত্রী Disha Vakani-কেই দেখা যাবে কিনা সেই বিষয়টি অবশ্য নিশ্চিত করেননি।
91781996
ইতিমধ্যেই জানা গিয়েছে দ্বিতীয়বার মা হয়েছেন রুপোলি পর্দার দয়া বেহেন। তাই খুব সম্ভবত Taarak Mehta Ka Ooltah Chashmah-তে Disha Vakani-এর জায়গায় দেখা যাবে নতুন কোনও মুখ। এই নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন তাঁর রিল লাইফের স্বামী অর্থাৎ জেঠালাল চম্পকলাল গাডা কী বলছেন? তিনি কী দয়া বেহেনের চরিত্রে Disha Vakani-কেই ফিরে পেতে চান নাকি অন্য কিছু....
91758162
২৬ মে Dilip Joshi-এর জীবনের বিগডে। ৫৪-তে পা দিলেন সকলের প্রিয় জেঠালাল। এক সাক্ষাৎকারে বার্তডে বয় এই প্রসঙ্গে অকপটে বললেন, এই মুহূর্তে Disha Vakani দয়া বেহেনের চরিত্রে কামব্যাক করছে কিনা সেটা একমাত্র প্রযোজনা সংস্থাই বলতে পারে। আমি এই বিষয়টায় এদমই ঢুকতে চাই না। তবে এটুকু বলতে চাই যে আজও দর্শকের দরবারে Taarak Mehta Ka Ooltah Chashmah সমানভাবে জনপ্রিয়। দিশা যখন দয়া বেহেনের চরিত্রে ছিল তখন যেভাবে দর্শক এই ধারাবাহিকে মজে থাকত আজও তেমনটাই আছ।'
91639731
সকলের প্রিয় অভিনেতা Dilip Joshi-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। তাঁর জীবনের শুভক্ষণে আলোকপাত করা যাক তাঁর জীবনের বিশেষ কয়েকটি দিকে।
91737736
প্রথম ছবি- Salman Khan ও Bhagyashre অভিনীত বলিউডের সুপারহিট ছবি Maine Pyaar Kiya-তে প্রথম অভিনয়ের সুযোগ পান। Ramu-এর চরিত্রে দেখা গিয়েছিল আকের সফল অভিনেতা Dilip Joshi-কে। Shah Rukh Khan-এর সঙ্গেও Phir Bhi Dil Hai Hindustani-তে কাজ করেছেন তিনি।
শেষ সিলভার স্ক্রিনে আসা: ২০০৯ -এর পর আর সিলভার স্ক্রিনে দেখা যায়নি জেঠালালকে। প্রিয়াঙ্কা চোপড়ার What's Your Raashee আর কুনাল খেমুর সঙ্গে Dhoondte Reh Jaaoge-তে সেই বছরই শেষ দেখা গিয়েছিল Dilip-কে।
TMKOC অ্যাওয়ার্ড: Taarak Mehta Ka Ooltah Chashmah-এর জন্য মোট ১৫ বার পুরস্কৃত হয়েছেন Dilip Joshi ।
জেটালালের চরিত্রকে নাকচ: আজ যে চরিত্রের জন্য দর্শকের দরবারে তিনি জনপ্রিয়, একসময় প্রযোজকের তরফে আসা জেটালাল চরিত্রটিকেই নাকচ করে দিয়েছিলেন Dilip । শুনে অবাক হচ্ছেন তো! কিন্তু, এটাই সত্যি। একটানা দীর্ঘদিন ছোট পর্দার দর্শককে মনোরঞ্জন করে চলেছেন জেঠালাল ওরফে Dilip Joshi । বিশেষ করে ববিতা জি-র সঙ্গে জেঠালালের মজাদার দৃশ্য উপভোগ করেন এই ধারাবাহিকের দর্শক।
নাটকের মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি: মাত্র ১২ বছর বয়সে অভিনয় জগতে পা রেকেছিলেন Taarak Mehta Ka Ooltah Chashmah খ্যাত অভিনেতা Dilip Joshi ।