ছবিতে মিমি-কাহিনি
টলিউডের মিষ্টি নায়িকা থেকে দাপুটে সাংসদ জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তীর উথ্থানটা শিহরণ জাগানোর মতোই। 'বাপি বাড়ি যা ছবি' দিয়ে ফিল্ম ক্যারিয়ার শুরু করে যাদবপুরের মতো কেন্দ্রের সাংসদ হওয়া মিমির জীবন চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম নয়। এই ছবি সংবাদে রইল মিমির বাছাই করা কিছু ছবি এবং তাঁর জীবনের কিছু কথা।
© Movie Talkies