সম্পর্ককে স্বীকৃতি দিতে অস্বীকার! বিবাহিত মহিলা ধরনায় বসতেই গ্রেফতার BJP-র পঞ্চায়েত সদস্য
১০০ দিনের কাজের সুপারভাইজার হয়ে অবৈধ সম্পর্ক। ঘটনায় গ্রেফতার ধূপগুড়ির (Dhupguri) অভিযুক্ত BJP-র পঞ্চায়েত সদস্য। এক মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত BJP পঞ্চায়েত সদস্যের নাম জগদীশ রায়।
স্থানীয় সূত্রে খবর, জগদীশ রায় ধূপগুড়ির ( Dhupguri) গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চড়চড়াবাড়ি এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মাম্পি অধিকারী নামে এক মহিলা। মহিলার অভিযোগ, কিছুদিন আগে ওই পঞ্চায়েত এলাকায় জগদীশ রায় ১০০ দিনের কাজের দায়িত্বে ছিলেন। সেই কাজের জায়গাতেই মাম্পির সঙ্গে আলাপ হয় জগদীশের। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিয়ের দাবি নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে ধরনায় বসেন মাম্পি অধিকারী। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ জগদীশকে গ্রেফতার করেছে।
91836140
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা পঞ্চায়েত এলাকায়। আশেপাশের লোকজন এমন খবর পেয়েই বিষয়টি দেখার জন্য BJP-র পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভিড় জমায়। পরবর্তীতে ধূপগুড়ি (Dhupguri) থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূ এবং বিজেপির পঞ্চায়েত সদস্যকে থানায় নিয়ে আসে। জানা গিয়েছে, আগে ওই মহিলার পঞ্চায়েত এলাকায় BJP-র পঞ্চায়েত সদস্য জগদীশ রায় ১০০ দিনের কাজের সুপারভাইজার ছিলেন। এরপর থেকেই বিজেপির পঞ্চায়েত সদস্যের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় BJP পঞ্চায়েত সদস্যকে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। যদিও জগদীশ রায় জানান, তার সঙ্গে মহিলাটির বন্ধুত্বের সম্পর্ক ছিল। এর বেশি কিছু নয়। সন্দেহের বশেই মহিলার বাড়ির লোকেরা অত্যাচার করত। জগদীশ বলেন, "আমি একজন জনগণের প্রতিনিধি। আমার কাছে ও কাজের জন্যেই এসেছিল। এরপর আমি কাজের ব্যাপারে সাহায্য করি। কিন্তু আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি বিষয়টি প্রশাসনের ওপর ছেড়েছি। তাঁরা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন।" শুক্রবার ধৃতকে ধূপগুড়ি (Dhupguri) থানার পুলিশ জলপাইগুড়ি আদালতে পাঠায়।
91824106
এরকম একটা ঘটনায় পঞ্চায়েত সদস্যের পাড়ায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক স্থানীয় বাসিন্দা জানা, "আমরা আগে ঘটনাটা জানতাম না। শুনলাম ওই মহিলার সঙ্গে তিন বছর ধরে সম্পর্ক ছিল। আজ সকাল থেকেই দেখি ওই মহিলা এসে ধরনায় বসেছেন।" পঞ্চায়েত সদস্যের বাড়িতেই মহিলার সঙ্গে বচসা শুরু হয়। পরে পুলিশ এসে মধ্যস্থতা করে। ঝামেলা আরও বাড়তে দুজনকেই থানায় নিয়ে যায় পুলিশ।