RCB vs RR: IPL-এর Qualifier 2 মানেই ব্যর্থ হন কোহলি, এমনটা ফের প্রমাণিত হল
কোয়ালিফায়ার টু-তে খেলতে নামা মানেই, নির্ধারিত ভাবে ব্যর্থ হবেন বিরাট কোহলি।এমনটা পুরনো পরিসংখ্যানই বলছিল। আর শুক্রবার সেটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের প্রমাণ করে দিলেন কোহলি নিজেই।
এ দিন কোয়ালিফায়ার টু-তে ৮ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। এর আগে ২০১১ সালে কোয়ালিফায়ার টু-তে মাত্র ৮ রান করেছিলেন। ২০১৫ সালে আবার কোয়ালিফায়ার টু-এর ম্যাচে ১২ রান করেছিলেন। মোদ্দা কথা, বিরাট কোহলির উপর যতই প্রত্যাশা রাখা হোক না কেন, কোয়ালিফায়ার টু-তে সফল হওয়ার ভাগ্য়ই নেই প্রাক্তন আরসিবি অধিনায়কের।
আরও পড়ুন: Eliminator-এ শতরান, Qualifier-এ ৫০, অনন্য নজির আনক্যাপড পতিদারের, ছুঁলেন রায়নাকে
এ দিন রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। রজিত পতিদার ৪২ বলে ৫৮ করেন। এ ছাড়া ২৫ (২৭ বলে) করেছেন ফ্যাফ ডু'প্লেসি। ১৩ বলে ২৪ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। শাহবাজ আহমেদের সংগ্রহ ১২ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পতিদার হাফ সেঞ্চুরি না করলে ১৫০ টপকানো হত না আরসিবি-র।
নির্দিষ্ট ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে। ওবেড ম্যাকয়ে এবং প্রসিধ কৃষ্ণ ৩টি করে উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।
More from Hindustan Times
-
Wimbledon 2022: উইলম্বডনে অঘটন! তৃতীয় রাউন্ডে ছিটকে গেলেন এক নম্বর তারকা, থামল ৩৭ ম্যাচের বিজয়রথ
HT বাংলা
-
Manipur Landslide: মণিপুরের ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে! উদ্ধার আরও ১৩ টি দেহ, মৃত বেড়ে ৩৪
HT বাংলা
-
Udaipur Killing: ‘বিচার’ করবেন নিজেরাই, উদয়পুরকাণ্ডে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা জনতার
HT বাংলা